বাড়িপ্রধান খবরখালেদা জিয়াকে বিএনপি চেয়ারপার্সনের পদ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ

খালেদা জিয়াকে বিএনপি চেয়ারপার্সনের পদ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ

Hasan-mahmud

নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি-

ঢাকা : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ব্যর্থতায় দায়ে খালেদা জিয়াকে বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলয় জোটের নেত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে ঢাকায় ১০ জন লোকও জড়ো করতে পারেননি। এ ব্যর্থতায় দায়ে তাকে বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলয় জোটের নেত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিৎ।

হাছান মাহমুদ বলেন, খালেদা বিএনপি ও ২০ দলীয় জোটের প্রধান সমস্যা খালেদাকে ছাড়লেই বিএনপি মানুষের কাছে যেতে পারবে।

এসময় নাগরিক সমাজের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, দয়া করে সংলাপের কথা বলবেন না। আপনারা বিএনপির সঙ্গে সংলাপের কথা বলে তাদেরকে সন্ত্রাসে উৎসাহ যোগাচ্ছেন। বরং বিএনপির এই সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হোন।

সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক কামরুল হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সংগঠনের সভাপতি মো.  জিন্নাত আলী জিন্না প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img