স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া গ্রেফতারি পরোয়ানা বহাল রেখেছে আদালত। এই মামলার সাক্ষ্যগ্রহন আগামী ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বুধবার বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এই আদেশ বহাল রাখেন।
ওই মামলার অন্য তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ ৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন আদালত। মামলার অপর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান খালেদার বড় ছেলে তারেক রহমান আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারবেন।