বাড়িপ্রধান খবরখালেদার গ্রেপ্তারি পরোয়ানায় জাতিসংঘের উদ্বেগ

খালেদার গ্রেপ্তারি পরোয়ানায় জাতিসংঘের উদ্বেগ

ban-ki-mun

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ২০ দলীয় জোটের প্রধান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিরক বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় জাতিসংঘ সদর দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর মহাসচিব জেনেছেন। এই ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ, বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসানে একটি শান্তিপূর্ণ সমঝোতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জাতিসংঘ বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি আরো বলেন, মহাসচিব সেখানে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সঙ্কটের সমাধান খুঁজে বের করার জন্য তাগিদ দিয়ে আসছেন। সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো মহাসচিবের দেয়া দায়িত্ব অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ করছেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ব্যাপক অস্থিরতা ও রাজনৈতিক সহিংসতা চলছে। মহাসচিব বর্তমান সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে করে বাংলাদেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img