স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। রাজধানীর গুলশান থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় এই নির্দেশ দেন আদালত।
আজ রোববার এ নির্দেশ দেয় আদালত।
তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি। কোনো নথি থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
তবে একাধিক সূত্রে জানায়, খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় দায়ের করা ২৫/(২)১৫ নম্বর মামলায় এই নির্দেশ দেন মহানগর ম্যাজিস্ট্রেট এস এম মাসুদ জামান। এই মামলায় খালেদা জিয়াসহ আসামি ১৪ জন।
গত ১৩ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়।
সুত্র থেকে আরও জানা যায়, ওই মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন, মামলায় খালেদা জিয়ার বাড়ির যে ঠিকানা দেয়া হয়েছে সেখানে তিনি নেই। তিনি গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আছেন বলে জানা গেছে। সেখানে স্বাভাবিকভাবে ঢোকা সম্ভব নয় বলে আদালতের নির্দেশে ঢুকতেই এর আবেদন জানানো হয়। তদন্ত কর্মকর্তা ওই বাড়িতে খালেদা জিয়া আছেন কিনা তা নিশ্চিত হতেই এই আবেদন করেন।