স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে শ্রমিক লীগের নেতাকর্মীরা সোমবার গুলশান-২ নম্বর চত্বরে অবস্থান নিয়েছেন।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলে দলে এসে গুলশানে জড়ো হতে থাকেন শ্রমিক লীগের সদস্যরা। সেখান থেকে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে আগাতে থাকলে গুলশান-২ নম্বর চত্বরে পুলিশ তাদের সামনে ব্যারিকেড দেয়।
সেখানেই অবস্থান নিয়ে, হরতাল-অবরোধের নাশকতায় মানুষ হত্যা, গাড়িতে পেট্রোলবোমা হামলা-অগ্নিসংযোগসহ বিভিন্ন রাজনৈতিক সহিংসতা বন্ধে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন থাকে।
পরে ১২টার দিকে আবারো শ্রমিক লীগের নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে কার্যালয় অভিমুখে যেতে থাকলে, কার্যালয়ের ৫০ গজ দূরে তাদেরকে আটকে দেয় পুলিশ। এখন পর্যন্ত তারা সেখানে দাঁড়িয়েই বিক্ষোভ প্রদর্শন করছে।