স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।
গত ৩১ জানুয়ারি থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক, ইন্টারনেট, কেবল টিভি, টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর আজ মঙ্গলবার শুধু গ্রামীণ ফোনের নেটওয়ার্ক স্বাভাবিক করা হয়েছে।
আগে থেকেই সচল থাকা টেলিটকের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে। তবে ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত টেলিটকের মডেমের সংযোগ পাওয়া যাচ্ছে না।
একইভাবে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক পাওয়া গেলেও ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত গ্রামীণ মডেমের লাইনও পাওয়া যাচ্ছে না। এ ছাড়া বাকি ফোন কোম্পানিগুলোর নেটওয়ার্ক আগের মতোই অচল হয়ে আছে।
গত ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। পরের দিন দুপুরের দিকে বিভিন্ন ফোন কোম্পানির নেটওয়ার্ক, ইন্টারনেট, কেবল টিভি, টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ওই দিন রাত ১০টার দিকে শুধু বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হলেও অন্য সংযোগ বিচ্ছিন্ন থাকে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার বিকেলের দিক থেকে গ্রামীণফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। অন্য কোনো মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তবে গ্রামীণ ও টেলিটকে কথা বলা গেলেও ইন্টারনেট সংযোগের মডেমে লাইন পাওয়া যাচ্ছে না।