স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে বিএনপির ৬ মহিলা নেত্রীকে আটক করেছে গুলশান থানা পুলিশ।
দুপুর ২টার দিকে বেগম জিয়ার জন্য খাবার নিয়ে আসার সময় গুলশানের ৮৬ নম্বর রোডের মাথা থেকে ১৫ জন মহিলা নেত্রীর মধ্যে ৬ জনকে আটক করে গুলশান থানা পুলিশ। এ সময় অন্যরা পুলিশের হাত থেকে পালিয়ে রক্ষা পায়।
আটক নেত্রীদের মধ্যে রয়েছেন সাবেক এমপি লায়লা বেগম ও নারগিস আলী, কেন্দ্রীয় নেত্রী শিরিন আক্তার নিলা, নিলুফার ইয়াসমীন নিলু, রোকেয়া সুলতানা তামান্না এবং নিউমার্কেট থানার মহিলা দলের সভাপতি ঝর্ণা খান।