সময় সংবাদ বিডি,খুলনা:-
খালেদা জিয়াকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম সংলগ্ন মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মানুষ পুড়িয়ে মারার দায় থেকে খালেদা জিয়া মুক্তি পাবেন না— উল্লেখ করে হানিফ বলেন, এজন্য তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
খালেদা জিয়াকে কারাগারে বাকি জীবন কাটানোর প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, দেশের মানুষ চায় খালেদা জিয়ার মত জঙ্গি নেত্রীকে অবিলম্বে গ্রেপ্তার করে কারাগারে নেয়া হোক।
সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।