বাড়িজাতীয়কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র প্রকল্প উন্নয়নে কাজ করবে সরকার

কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র প্রকল্প উন্নয়নে কাজ করবে সরকার

26072012020051pmhasina1
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ এলাকাভিত্তিক সামাজিক তহবিল গঠন করে কয়লাতাপ বিদ্যুৎকেন্দ্র  প্রকল্প উন্নয়নে কাজ করবে সরকার। এজন্য ‘কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার সামাজিক উন্নয়ন তহবিল গঠন ও পরিচালনা নীতিমালা, ২০১৫’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এ তহবিল গঠনের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের প্রতি ইউনিটের ওপর ৩ পয়সা করে ট্যারিফ নির্ধারণ করা হবে।
এছাড়া মন্ত্রিসভায় ‘বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইন, ২০১৫’ এর খসড়া্ও নীতিগত অনুমোদন পেয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img