স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ এলাকাভিত্তিক সামাজিক তহবিল গঠন করে কয়লাতাপ বিদ্যুৎকেন্দ্র প্রকল্প উন্নয়নে কাজ করবে সরকার। এজন্য ‘কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার সামাজিক উন্নয়ন তহবিল গঠন ও পরিচালনা নীতিমালা, ২০১৫’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এ তহবিল গঠনের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের প্রতি ইউনিটের ওপর ৩ পয়সা করে ট্যারিফ নির্ধারণ করা হবে।
এছাড়া মন্ত্রিসভায় ‘বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইন, ২০১৫’ এর খসড়া্ও নীতিগত অনুমোদন পেয়েছে।