বাড়িক্রিকেটক্যারিবীয়দের উড়িয়ে আয়ারল্যান্ডের জয়

ক্যারিবীয়দের উড়িয়ে আয়ারল্যান্ডের জয়

Cricket WCup Ireland West Indies

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ক্যারিবীয়দের ৩০৫ রানের বিশাল টার্গেট অনায়াসেই মাত্র ৬ উইকেট হারিয়ে, ৪ ওভার বাকি থাকতেই ছুঁয়ে ফেলে আয়ারল্যান্ড।

দলের হয়ে পল স্টারলিং করেন ৯২ রান। এছাড়া এড জয়েস করেন ৮৪ রান ওনেইল ও’ ব্রায়েন করেন ৭২ রান।

ক্যারিবীয়দের হয়ে ৩ উইকেট নেন টেইলর।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে হোঁচট খায় ক্যারিবীয়রা। পের সিমন্স-স্যামির কল্যাণে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান করে ক্যারিবীয়রা।

সিমন্স করেছেন ৮৪ বলে ১০২ রান। এছাড়া ৬৭ বলে ৮৯ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন ড্যারেন স্যামি।

আয়ারল্যান্ডের হয়ে  জর্জ ডকরেল ১০ ওভারে ৫০ রানে নেন সর্বোচ্চ ৩টি উইকেট। এছাড়া জন মুনি , ম্যাক্স সোরেনসেন , কেভিন ও’ ব্রায়েন নেন ১ টি করে উইকেট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img