স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ নাইজেরিয়ার জঙ্গি গ্রুপ বোকো হারাম ক্যামরুনের একটি শহরে হামলা চালিয়ে সেদেশের শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
বুধবার স্থানীয় এক নেতার বরাত দিয়ে বলা হয়, ক্যামেরুনের ফোতোকলের একটি শহরে এ হামলা চালায় বোকো হারামের জঙ্গিরা।
খবরে বলা হয়, জঙ্গিরা উত্তর ক্যামেরুনের ওই শহরের বিভিন্ন বাড়িঘরে ও মসজিদে হামলা করে বেসামরিক মানুষদের হত্যা করে। এছাড়া বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়।
খবর: বিবিসি ও রয়টার্সের।