স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর গুলশান শাহজাদপুরে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এর সামনে ৬ নাম্বার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী হুমায়ন কবির সময় সংবাদ বিডি ডট কমকে জানান, বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় আশেপাশের লোকজনে সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসটির বেশি ভাগ অংশ পুড়ে যায়।
পরে খবর পেয়ে ভাটারা থানার পুলিশ ঘটনা স্থলে পোঁছায়। তবে এ ঘটনায় কাওকে আটক করতে পারেনি পুলিশ।