স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ:রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কালশী ইসিবি চত্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কালশী ইসিবি চত্বরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেন।
এরপর পুলিশ গিয়ে সেখান থেকে সকাল সাতটার দিকে লাশটি উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সকাল ১০টা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।