বাড়িপ্রধান খবরকোকোর চেহলাম আজ

কোকোর চেহলাম আজ

koko1-311x186

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোটছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম আজ।

দোয়া ও কোরআন তেলাওয়াত করতে বুধবার সকাল সোয়া ১১টায় বাড্ডা আজিজিয়া হাফেজিয়া এতিমখানা থেকে ৬ জন হাফেজ গুলশান কার্যালয়ে ঢুকেছেন।

হাফেজদের নেতৃত্ব দিচ্ছেন হাফেজ জাহাঙ্গীর আলম।

কার্যালয়ের গেটে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, কোকোর মৃত্যুর ৪০ দিন উপলক্ষে আমাদের দাওয়াত করা হয়েছে। আমরা দোয়া ও কোরআন তেলাওয়াত করতে এসেছি।
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল বলেন, সকাল থেকে কুরআনখানি অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর দোয়া মাহফিল হবে।
খালেদা জিয়া সারাদেশে দলের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আরাফাতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানিয়েছেন বলে প্রেসসচিব জানান।
মালয়েশিয়ায় অবস্থানরত আরাফাত রহমান কোকো গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২৭ জানুয়ারি কোকোর লাশ দেশে এলে কার্যালয়ে থেকেই ছেলেকে শেষ বিদায় জানান খালেদা জিয়া। আরাফাতকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুর দিন থেকে গুলশান কার্যালয়ে প্রতিদিন কুরআনখানি ও দোয়া মাহফিল হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img