সময় সংবাদ বিডি ঢাকা || রাজনীতি || ৪৫০ কেন্দ্রে আজমতের চেয়ে ২০ হাজার ৩৫ ভোটে এগিয়ে জায়েদা খাতুন। গাজীপুর সিটি করপোরেশন ( গাসিক) নির্বাচনে মোট ৪৮০ ভোট কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ৪৫০ কেন্দ্রের ফলাফল জানা গেছে। ওই ৪৫০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী আজমত উল্লা মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৭৯টি । তার প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি মার্কায় স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৪১৩ টি ভোট। আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লাহ চেয়ে স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন ৪৫০ কেন্দ্রে ২০ হাজার ৩৪ ভোট বেশি পেয়েছেন। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দিয়ে সুষ্ঠু পরিবেশে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। এখনো পর্যন্ত সম্পূর্ণ ফলাফল জানা যায়নি বিস্তারিত আসছে….