বাড়িখেলাধুলাকেশরহাট উচ্চবিদ্যালয়ে ঈদ পুণর্মিলনী ক্রিকেট টুর্ণামেন্ট

কেশরহাট উচ্চবিদ্যালয়ে ঈদ পুণর্মিলনী ক্রিকেট টুর্ণামেন্ট

মোহনপুর প্রতিনিধি:

মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দুদিন ব্যাপি নক আউট ভিত্তিক ক্রিকেট টুর্ণামেণ্টের উদ্বোধন করা হয়েছে। ১৬টি দলের অংশগ্রহনে উদ্বোধনী ম্যাচে অংশ নেয় ২০১৯ এবং ২০২৪ এএসএসি ব্যাচ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ২০১৯ ব্যাচ দলের অধিনায়ক সাগর আহম্মেদ। তারা খেলায় নির্ধারিত ৩৬ বলে ১১৯ রান করে। পরে ব্যাট করে ২০২৪ ব্যাচ ৩৪ বলে ১২০ রান করে বিজয়ী হয়। খেলার ধারা বিবরণীতে ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব শাহ আলম।

শুক্রবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র সহকারি প্রকৌশলী স্থানীয় সরকার মন্ত্রনালয় প্রকৌশল অধিদফতর (এলজিইডি) শফিকুল ইসলাম।
প্রধান আলোচক কেশরহাট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক সোনার দেশ পত্রিকার কেশরহাট প্রতিনিধি মোস্তফা কামাল, বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী আসাদ আলী, মাসুম রানা, সহকারি শিক্ষক কোরবান আলী, প্রাক্তন শিক্ষার্থী সমাজকর্মী দেলোয়ার হোসেন, প্রভাষক দুলাল হোসেন, কেশরহাট বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ ওসমান আলী প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img