মোহনপুর প্রতিনিধি:
মোহনপুরের কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দুদিন ব্যাপি নক আউট ভিত্তিক ক্রিকেট টুর্ণামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে অনুষ্ঠেয় খেলায় বিজয়ী হয়ে ফাইনাল ট্রফি অর্জন করেন বিদ্যালয়টির প্রাক্তন ২০১৮ ব্যাচ। নির্ধারিত ৬ ওভায় খেলায় টসে জিতে ২০১৮ ব্যাচ প্রথমে ব্যাট করে ৯০ রানের টার্গেট দেয়। দ্বিতীয় ইনিংসে ২০০৮ ব্যাচ সব ওভার শেষে ৮০ রান সংগ্রহ করে রানারআপ হয়।
খেলার ধারা বিবরণীতে ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব শাহ আলম এবং শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে পুরুষ্কার তুলে দেন প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র সহকারি প্রকৌশলী স্থানীয় সরকার মন্ত্রনালয় প্রকৌশল অধিদফতর (এলজিইডি) শফিকুল ইসলাম।
এছাড়াও কাউছারুজ্জামানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহিদুজ্জামান, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক পিএম রিয়াজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ইসাহাক আলী, অবসরপ্রাপ্ত করনিক মোজাম্মল হক, ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও উপদেষ্টা মন্ডলী দৈনিক সোনার দেশ পত্রিকার সাংবাদিক মোস্তফা কামাল, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আসাদ আলী, মাসুম রানা, কোরবান আলী, প্রাক্তন শিক্ষার্থী দেলোয়ার হোসেন প্রমূখ।