মোহনপুর প্রতিনিধি:
আগামী ৮ জুন কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন উপলক্ষে সভাপতি পদে জোর প্রচার-প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর সাবের আলী। বৃহস্পতিবার (২৫ মে) বিকালে কেশরহাট বাজারের সকল দোকানদারের কাছে গিয়ে তার লিফলেট বিতরণ করে ছাতা প্রতিকে ভোট চান।
এসময় কাউন্সিলর সাবের আলী বলেন, আমি কেশরহাট বাজার বনিক সমিতি গঠনের পক্ষে কাজ করেছি। বর্তমানে সমিতির নির্বাচনে সভাপতি পদে অংশ নিয়েছি। আমি মনে করি, কেশরহাট বাজার রাজশাহী জেলার একটি সুপরিচিত বানিজ্যিক কেন্দ্র। এ বাজারে বিশুদ্ধ পানি সরবরাহ, পানি নিষ্কাশন, পাবলিক টয়লেটসহ অনেক কিছুর ঘারতি রয়েছে। আমি সভাপতি পদে নির্বাচিত হলে বাজারের উন্নয়নসহ সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে দৃশ্যমান বাজার গঠনের লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ।
কেশরহাট বাজার বনিক কমিটি নির্বাচন সূত্রে জানা যায়, এ নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ভোট প্রয়োগ করবেন ১০৪৫ জন ভোটার। গত ২৪ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পর বাজার জুড়ে প্রার্থীদের প্রতিক যুক্ত পোস্টারে ছেয়ে গেছে। সুষ্ঠভাবে এ নির্বাচন সফল করতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন কেশরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রাং।