মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর বৃহৎ বানিজ্যিক এলাকা কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীরা জোরেশোরেই ভোটারদের কাছে ভোট প্রার্থনায় নেমেছেন। ১১ পদের বিপরীতে ভোট প্রয়োগ করবেন ১০৪৫ জন ভোটার।
নির্বাচন উপলক্ষে বুধবার (২৪ মে) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে কলস প্রতীক পেয়েছেন কাজি হাবিবুর রহমান মিঠু। ভোটারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এছাড়াও নিয়োমিত প্রচারণা অব্যাহত রেখেছেন । নিজেকে সর্বাধিক যোগ্য হিসেবে তিনি ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হবেন বলে আশাবাদী তিনি।
এদিকে, নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের তুলনায় ভোটারদের কাছে সাংগঠনিক সম্পাদকের পদটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।