রোকনুজ্জামান মানু, সময় সংবাদ বিডি-
কুড়িগ্রামঃ উলিপুর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আল এনায়েত করিম রনি দুর্বৃত্তদের হামলায় গুরুত্বর আহত অবস্থায় উলিপুর হাসপাতালে ভর্তি হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার নতুন অনন্তপুর বাসা থেকে অফিস যাওয়ার জন্য বের হন। এসময় ওৎ পেতে থাকা একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র আব্দুল মান্নান (যিশু) সহ ১০/১৫জনের সংঘবদ্ধ একটি দল রনির উপর হামলা চালায়। এতে দুর্বৃত্তকারীদের হামলায় শরীরের বিভিন্ন অংশসহ প্রচন্ড আঘাতে মাথা ফেটে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে মূমূর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার জন্য এ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌছিলে এ্যাম্বুলেন্সসহ দুর্বৃত্তরা আহত রনিকে ১ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে উলিপুর থানার এস.আই সঞ্জয় কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে ভর্তি করায়। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, রনির চাচীর ডিভোর্সের বিষয়কে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত ঘটে বলে জানা গেছে।