সময় সংবাদ বিডি,কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলার দৌলতপুর থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে র্যাব।
রবিবার রাত পৌনে ২টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
সূত্র জানায়, দৌলতপুর উপজেলার পার্শ্ববর্তী দৌলতপুর পূর্বপাড়া গ্রামের মৃত আফসার প্রামানিকের ছেলে আসাদুল প্রামানিকের বাড়ি থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনগুলো উদ্ধার করা হয়।
র্যাব সূত্র আরো জানায়, অস্ত্র রাখার গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালিয়ে খড়ের পালার মধ্য থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করে।
তবে অস্ত্রের মালিক বা এর সাথে জড়িত কেউ আটক করা যায়নি বলেও র্যাব সূত্র নিশ্চিত করেছে।