স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড থেকে বিদেশি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিন সহ আমানুল্লাহ সরকারকে (২৮) আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স বিদেশি পিস্তল ২ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিন জব্দ করা হয়। আটক আমানুল্লাহ উপজেলার বাহিরমাদি গ্রামের রাজ্জাক সরকারের ছেলে।
র্যাব কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার হায়দার জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এক অস্ত্র ব্যাবসায়ী ঢাকায় বিক্রির উদ্দেশ্যে অস্ত্র নিয়ে যাচ্ছে খবর পায়। পরে সেখানে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে আমানুল্লাহ সরকারকে আটক করে। তার দেহ তল্লাশী করে পিস্তলসহ গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।