আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি খন্দকার দেলোওয়ার হোসেনকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।
মঙ্গলবার রাতে কুমিল্লা মহানগরীর ইপিজেড রোডের রোসা সুপার মার্কেট থেকে তাকে আটক করা হয়।
খন্দকার দেলোয়ার হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক। তিনি সাবেক রাজশাহী মহানগরী শিবিরের সভাপতি এবং কুমিল্লা শহর শাখা শিবিরের সভাপতিও ছিলেন। এছাড়া তিনি নগরীর সোনার বাংলা হাসপাতালের চেয়ারম্যান।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম বিষয়টির সত্যতা সময় সংবাদ ডট কমকে নিশ্চিত করেছেন।