বাড়িঅপরাধ ও দুর্নীতিকুমিল্লা ও যশোরে 'বন্দুকযুদ্ধে' নিহত দুই

কুমিল্লা ও যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

'বন্দুকযুদ্ধে'
স্টাফ করেসপন্ডেন্ট, সময় সংবাদ বিডি-
যশোর ও কুমিল্লায় আইনশৃংখলা বাহিনীর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা নিজ নিজ এলাকার সন্ত্রাসী এবং দুজনের বিরুদ্ধেই হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে আইনশৃংখলা বাহিনী।
শনিবার রাতে যশোরে র‌্যাবের সঙ্গে  ‘বন্দুকযুদ্ধে’ রাজু ওরফে ভাইপো রাজু (৩৬) এবং কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্বপন প্রকাশ ওরফে কালা স্বপন (৩৫) নিহত হন।
শনিবার রাত আড়াইটার দিকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ভাটাপাড়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্বপন নিহত হন।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, রাত আড়াইটার দিকে সুয়াগাজীর ভাটাপাড়া এলাকায় বন্দুকযুদ্ধে স্বপন নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
তিনি জানান, স্বপনের বাড়ি উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার উত্তর রামপুর গ্রামে। তার বিরুদ্ধে যুবলীগ নেতা মোস্তাক হত্যাসহ ২৮টি মামলা ছিল।
 শনিবার শেষরাতের দিকে যশোর শহরের মড়লি এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজু নিহত হয়।
নিহত রাজু শহরের গাড়িখানা এলাকার আজিবর রহমানের ছেলে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের  উপ-পরিচালক মেজর আশরাফ জানান, রাজুর বিরুদ্ধে যুবলীগ নেতা অর্ণব হত্যাসহ ছয়টি হত্যা মামলা ছিল।
শনিবার রাতে তাকে শহরের গাড়িখানা এলাকা থেকে আটক করা হয়। এ
রপর তার স্বীকারোক্তি অনুযায়ী শেষ রাতে দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয় র‌্যাব সদস্যরা।
তিনি জানান, অস্ত্র উদ্ধারের জন্য মুড়লি এলাকায় ইশশাম পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা রাজুর সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় রাজু গুলিবিদ্ধ।
মেজর আশরাফ জানান, পরে রাজুকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img