বাড়িঅপরাধ ও দুর্নীতিকুমিল্লায় ৪টি ককটেল উদ্ধার

কুমিল্লায় ৪টি ককটেল উদ্ধার

coktel-dinajpur24

আকতার হোসেন, সময় সংবাদ বিডি-

কুমিল্লাঃ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা ও দেবিদার উপজেলার সীমান্তবর্তী সুরপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে চারটি তাজা ককটেল ও রক্তের ব্যাগভর্তি দুই ব্যাগ পেট্রোল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে এসব উদ্ধার করে পুলিশ।

রাসেল নামে এক প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শিশুরা ওই এলাকায় খেলতে গিয়ে ব্যাগটি পড়ে থাকতে দেখে পরে তারা ব্যাগ খুলে ককটেল দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে পুলিশকে খবর দিলে চান্দিনা থানা পুলিশ এসে সেগুলো থানায় নিয়ে যায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি দেবিদার থানায় হওয়ায় দেবিদার থানাকে বিষয়টি জানানো হয়েছে। তবে দেবিদার থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া কুমিল্লা থেকে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img