আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ জেলার আদর্শ সদর উপজেলার তোফাজ্জল হোসেন হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে কুমিল্লার অতিরিক্ত দায়রা ৪নং আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ এর ৪নং আদালতের বিচারক চমন চৌধুরী আসামী আবু তাহের ওরফে ছরু মিয়া, মোঃ ছালাম ওরফে লিটন ও জহিরুল ইসলাম জহিরকে মৃত্যুদন্ডে রায় প্রদান করেন।
এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় আসামী মোঃ বাহার ওরফে রোজেন, মোঃ আব্দুল মান্নান, মোঃ সাহেব আলী, মোঃ আরিফুজ্জামান ওরফে ইমন ও মোঃ মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমান করেন।
উল্লেখ্য, ২০১০ সালের অক্টোবরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার যশপুর এলকায় মধ্যরাতে তোফাজ্জলের বাড়ীতে ডাকাতি করার সময় তাকে হত্যা করে। পরে নিহতের চাচা হারুনুর রশিদ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।