আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ২ জন শিশুও রয়েছে।
মঙ্গলবার বিকালে এ সংর্ঘষের ঘটনা।
মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজিম উদ্দিন সময় সংবাদ বিডি ডট কমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে দুই শিশু সহ মোট ৭ জন নিহত হয় ও বেশ কয়েক জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।