আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় জয়নগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে আব্বাস নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের সূত্রে জানা যায় আসামীরা এলাকায় মাদক বিক্রি, সন্ত্রাসী, চাঁদাবাজী সহ বিভিন্ন অপর্কমের সাথে জড়িত।
অভিযোগে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামে হারুন মিয়ার ছেলে ফেন্সি জামাল এর সাথে একই গ্রামের আব্বাস এর দীর্ঘ দিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছে। তার জের ধরে গত সোমবার বিকালে আব্বাসকে পথের মধ্যে গতিরোধ করে জামাল মিয়া ও তার সঙ্গীরা আব্বাসের উপর হামলা চালা।
পরে স্থানীয় লোকজন আব্বাসকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় আব্বাসের ছোট ভাই নাছির বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ৪ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।