আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ চলমান হরতাল ও অবরোধে নাশকতারোধে কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এরমধ্যে জামায়াত-শিবিরের ১২ ও বিএনপির ৭ নেতাকর্মী রয়েছে। কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআইও-১) মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলমান হরতাল ও অবরোধে নাশকতারোধে পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তবে আটককৃতদের নাম জানাননি তিনি।