আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ উপজেলার বাগুর গ্রামের মহসীন মিয়ার সেমি পাকা বসত ঘরে দেবীদ্বার থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি নেতা আবুল কাসেম কন্ট্রাক্টরসহ ৬নেতা কর্মীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানায়, বাংলাদেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা কে ক্ষতি করার এবং জননিরাপত্তা বিপন্নসহ জনগনের মধ্যে ভীতি সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ বিএনপি ও জামায়েত ইসলামীর প্রায় ৩০/৩৫ জন নেতা-কর্মী গোপন বৈঠক করার সংবাদে দেবীদ্বার থানা পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানে ঘটনাস্থল থেকে উপজেলার বাগুর গ্রামের মোঃ মহসিন(২৮) পিতা-হাজী অহেদ আলী, মফিজ উদ্দিন(২৬) পিতা-আবুল কাশেম, বিল্লাল হোসেন(৩০) পিতা-ময়নাল হোসেন, আবুল কাশেম কন্ট্রাকটার(৫২) পিতা- মৃত সেকান্দার আলী, কামরুল হাসান জেমস(২৬) পিতা-কাশেম কন্ট্রাকটারসহ ৬জনকে গ্রেফতার করা হয়। এসময় ১৬/১৬জন নেতা-কর্মী পালিয়ে যেতে সক্ষম হয়।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান জানান, তাদের অশুভ তৎপরতা বিবেচনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরন করা হয়।