বাড়িব্রেকিং নিউজকুমিল্লায় বিএনপির মিছিল, ৫টি গাড়ি ভাংচুর

কুমিল্লায় বিএনপির মিছিল, ৫টি গাড়ি ভাংচুর

Comilla-sm20140105214452

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও ৭২ ঘণ্টার হরতালে প্রথম দিনে  কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে পিকেটাররা।

রোববার সকাল ১০টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় মিছিল বের করে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এ সময় ওই সড়কে চলাচলরত এশিয়া ও উপকূল পরিবহনের দুটিসহ তিনটি বাস এবং দুটি ট্রাক ভাঙচুর করে তারা।

পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img