সময় সংবাদ বিডি,কুমিল্লা:
কুমিল্লার লাকসাম উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কালিয়াচৌ নামক স্থানে ট্রাকের চাপায় মহিউদ্দিন (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহত মহিউদ্দিন উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে লাকসামে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালিয়াচৌ নামক স্থানে নোয়াখালীর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক মহিউদ্দিন গুরুতর আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা মহিউদ্দিনকে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।