বাড়িঅন্যান্যকুমিল্লায় ছাত্রদল কর্মীর মৃতদেহ উদ্ধার

কুমিল্লায় ছাত্রদল কর্মীর মৃতদেহ উদ্ধার

images

আকতার হোসেন, সময় সংবাদ বিডি-

কুমিল্লাঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর কলেজ সংলগ্ন রাস্তার পাশ থেকে এক ছাত্রদল কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ছাত্রদল কর্মীর নাম মোঃ সোহেল। সে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার জগমোহনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। তার নামে চৌদ্দগ্রাম থানায় বিভিন্ন অপরাধে ১২টি মামলা রয়েছে।

পুলিশ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুর কলেজ সংলগ্ন রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরউল্লাহ বিষয়টি নিশ্চিত করে সময় সংবাদ বিডিকে বলেন, সড়ক দুঘর্টনায় নিহত যুবকের মরদেহ হাসানপুর এলাকায় রাস্তার পাশে পড়েছিল।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে কখন কোন গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে, তিনি সেটা জানাতে পারেননি।

তবে সোহেলের পরিবারের দাবি, গত শনিবার গভীররাতে ১০/১২ জনের একটি দল তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি । সোমবার সকালে তার মরদেহ পাওয়া যায়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img