বাড়িঅপরাধ ও দুর্নীতিকুমিল্লায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

কুমিল্লায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

download

আকতার হোসেন, সময় সংবাদ বিডি-

কুমিল্লাঃ  ভারত সীমান্তবর্তী আদর্শ সদর উপজেলার উত্তর সূর্যনগর এলাকা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দিবাগত রাত একটার দিকে এক বিশেষ অভিযান চালিয়ে  ইয়াবা গুলো উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন কোটি বলে জানিয়েছে বিজিবি। কুমিল্লা কোটবাড়ি ১০ বিজিবি’র অধিনায়ক লে, কর্নেল জাকির হোসেন সময় সংবাদ বিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উত্তর সূর্যনগর এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

তবে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন কোটি টাকা বলে জানিয়েছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img