বাড়িজাতীয়কিশোরগঞ্জে বাস উল্টে ২১ যাত্রী আহত

কিশোরগঞ্জে বাস উল্টে ২১ যাত্রী আহত

road_0

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুসা গ্রামের কাশেম বাজার এলাকায় রোমার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২১ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার  দুপুরে বাসটি এ দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জলঢাকা থেকে চট্টগ্রামগামী রোমার পরিবহনের একটি বাস কাশেম বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।  এতে বাসের ২১ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোস্তাফিজার রহমান জানান, বাস চালক, সুপারভাইজার কাউকে আটক করা যায়নি। চিকিৎসাধীন যাত্রীদের খোঁজখবর রাখা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img