স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ অজিদের দেয়া ১৫২ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়া ৭৯ রান। ব্রেন্ডন ম্যাককালাম ২৪ বলে ৫০ রান করে আউট হন।
এর আগে ট্রেন্ট বোল্টের পেস আগ্রাসন, অভিজ্ঞ স্পিনার ড্যানিয়েল ভেট্টরির ঘূর্ণি জাদু আর গতিতারকা টিম সাউদির নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৫১ রানে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছে অজি ব্যাটসম্যানেরা।
নিউজিল্যান্ডের অ্যকল্যান্ডের ইডেন পার্কে শনিবার সকালে কিউইদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেওয়ায় মাইকেল ক্লার্ক।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে তার ব্যাট থেকে। ১০৬ রানে ৯ উইকেট হারানোর পর ব্র্যাড হ্যাডিন ফাস্ট বোলার প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে ৪৫ রানের সময়োপযোগী একটি পার্টনারশিপ দাঁড় করালে ১৫১ রানের পুঁজি পায় অজিরা।
নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট নেন ৫ উইকেট। এছাড়া টিম সাউদি ও ড্যানিয়েল ভেট্টরি নেন ২ টি করে উইকেট।