স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে গেছেন কার আইনজীবীরা। আইনজীবীরা হলেন, অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, শিশির মো.মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, মশিউল আলম ও মতিউর রহমান আকন্দ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আইনজীবীরা তার সঙ্গে সাক্ষাৎ করতে যান।
জানা গেছে, আইনজীবীরা রায় পুনর্বিবেচনার আবেদন ও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে কামারুজ্জামানের সঙ্গে কথা বলবেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠান। আর এ পরোয়ানা পাঠ করে শোনানোর পর কামারুজ্জামান তার আইনজীবীদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। পুনর্বিবেচনার আবেদন করার জন্য আসামির হাতে ১৫ দিন সময় আছে। বৃহস্পতিবার থেকে এদিন গণনা শুরু হয়েছে।