বাড়িপ্রধান খবরকাপুরুষের প্রশ্নের উত্তর আমরা দিতে চাই না, স্বাস্থ্যমন্ত্রী

কাপুরুষের প্রশ্নের উত্তর আমরা দিতে চাই না, স্বাস্থ্যমন্ত্রী

NASIM-1423206951

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ কাপুরুষের প্রশ্নের উত্তর আমরা দিতে চাই না। সরকারে কোনো চাপে নেই, কোনো ভয় নেই। সরকারের একমাত্র ভয় আল্লাহ ও জনগনকে। জনগণ চাইলে সরকার ক্ষমতায় থাকবে না চাইলে থাকবে না।‘খালেদাকে গ্রেপ্তার করলে সরকারের পতন তরান্বিত হবে’ বিএনপির এ বিবৃতির ভয়ে কি খালেদাকে গ্রেপ্তার করা হচ্ছেনা, এ সম্পর্কে জানতে চাইলে এই মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ৭ মার্চ জনসভার প্রস্তুতি উপলক্ষে পেশাবীজী সমাজের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যখন মনে করবে তখনই খালেদা জিয়াকে গ্রেপ্তার করবে।তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপর কোনো চাপ নেই। তারা যখন মনে করবে তখনই খালেদা জিয়াকে গ্রেপ্তার করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img