বাড়িব্রেকিং নিউজকক্সবাজারে অস্ত্রসহ শিবিরের সভাপতি গ্রেফতার

কক্সবাজারে অস্ত্রসহ শিবিরের সভাপতি গ্রেফতার

cox_shibir_arest_111034347

সময় সংবাদ বিডি,কক্সবাজার:

কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহেদুল ইসলাম নোমানকে (২৪) একটি দেশিয় তৈরি এলজি ও ৩ রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি )।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে শহরের তারাবনিয়ার ছড়ার কবরস্থান রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

নোমান কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি শহরের বড় বাজার মসজিদ ভবনের ২য় তলার ২ নম্বর রুমে বসবাস করতেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নোমানকে গ্রেফতার করা হয়েছে। শহরের নানা স্থানে নাশকতার দায়ে তার বিরুদ্ধে সদর থানায় ৬টি মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি-ওসি) বাংলানিউজকে জানান, নোমানের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে সদর থানায় পাঠানো হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img