স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে ভারত। এই জয়ের ফলে বিশ্বকাপে ফাইনাল নিশ্চিত করে এখনও অপরাজিত থাকল ভারত।
অস্ট্রেলিয়ার পার্থে পুল ‘বি’র ২৮তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় ভারত। দলীয় ১১ রানের মাথায় শিখর ধাওয়ান ১৪ বলে ৯ রান করে সাজ ঘরে ফিরে। এরপর রোহিত শর্মা ১৮ বলে ৭ রান ও দলীয় ২০ রানের মাথায় আউট হন।
শুরুতে দুই ওপেনারকে হারিয়ে চাপের মুখে পড়ে ভারত। এরপর ভিরাট কোহলি ও রাহানে দেখেশুনে ব্যাট করতে থাকেন। দলীয় ৬৩ ও ব্যাক্তিগত ৩৩ রানে আউট হন কোহলি। এর কিছুক্ষণ পর ব্যাক্তিগত ১৪ রান করে সাজ ঘরে ফিরে ফিরেন রাহানে।
একে একে দলীয় ১০৭ রানে রায়না ও ১৩৪ রানে জাদেজা আউট হন। দলের এই দুঃসময়ে হাল ধরেন অধিনায়ক ধনি। আশ্বিনকে নিয়ে দেখেশুনে ব্যাট করে ঠিক কাঙ্ক্ষিত জয় তুলে নেন তিনি।
মাহেন্দ্রা সিং ধনি ৪৫ রানে ও আশ্বিন ১৬ রানে অপরাজিত ছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেইলর ও রাসেল নেন ২ টি করে উইকেট।
এরআগে অস্ট্রেলিয়ার পার্থে পুল ‘বি’র ২৮তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
ব্যাটিং এ নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শেষমেশ ৪৪.২ ওভারে ১৮২ রানেই গুটিয়ে যায়।
দলের হয়ে সর্বোচ্চ হোল্ডার ৬৪ বলে চারটি চার আর তিনটি ছয়ে করেন ৫৭ রান। এছাড়া ২৬ রান করেন ড্যারেন স্যামি, আর ২১ রান করে করেন ক্রিস গেইল এবং জোনাথন কার্টার।
ভারতের হয়ে তিনটি উইকেট নেন মোহাম্মদ সামি। দুটি করে উইকেট পান উমেস যাদব এবং রবীন্দ্র জাদেজা।