সময় সংবাদ বিডি,সিলেট :
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রাতেই পাঁচ নবজাতকসহ ১০ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩২ রোগী মারা গেছে।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। আর ১০ শিশুর মৃত্যু হয়েছে সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত।
মঙ্গলবার সকালে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুস সালাম ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের ভুল চিকিৎসা এবং অবহেলার কারণেই শিশুদের মৃত্যু হয়েছে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের অভিযোগ নাকচ করে দিয়ে জানিয়েছেন, বিভিন্ন রোগ ও ঠাণ্ডাজনিত কারণে এসব শিশুর মৃত্যু হয়েছে। এর জন্য চিকিৎসকরা দায়ী নন।
ভুল চিকিৎসা এবং নার্স ও ডাক্তারদের চিকিৎসা অবহেলার বিষয়টি নাকচ করে উপপরিচালক ডা. আব্দুস সালাম বলেন, ‘১০ শিশুর মধ্যে ৬ জন জন্ম জটিলতায়, ২ জন অপুষ্টিজনিত সংক্রমণে, একজন নিউমেনিয়ায় ও অন্য একজন ঠাণ্ডাজনিত কারণে মারা গেছে।’
অপরদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির প্রধান হলেন- মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইসমাইল পাটোয়ারী। অন্য দুই সদস্য হলেন- শিশু বিভাগের বিভাগীর প্রধান ডা. মনজ্জির আলী ও আবাসিক চিকিৎসক রঞ্জর কুমরা রায়।