সময় সংবাদ বিডি-
ওমানে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের ৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন।নিহতরা হলেন- মমিন উল্যাহ (২৮), মো. সোহাগ (২৫) এবং জাকির হোসেন (২৯)।
সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দেশটির আল বিরামি শহরে এ দুর্ঘটনা ঘটে।
মমিনের বাড়ি কমলনগর উপজেলার পশ্চিম চরলরেন্স এলাকায়। সোহাগ একই উপজেলার করইতলা এলাকার ও জাকির করুনানগর গ্রামের বাসিন্দা ছিলেন। নিহত মমিন উল্যাহর ছোট ভাই রেদওয়ান খাঁন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোটরসাইকেলে কর্মস্থল থেকে দুই সহকর্মীসহ বাসায় ফিরছিলেন তার ভাই। এসময় বিপরীতমুখী একটি প্রাইভেটকার তাদেরকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী তিন জন ঘটনাস্থলেই মারা যান।
রেদওয়ান জানান, নিহতরা ওমানে রং মিস্ত্রির কাজ করতেন।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া জানান, ওমানে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের ৩ জন নিহত হওয়ার খবরটি তিনি শুনেছেন। তবে নিহতের পরিবারের কেউ তাকে বিষয়টি জানায়নি।
তিনি জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের পর ওমান থেকে আনতে এক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।