বাড়িপ্রধান খবরএস.এস.সি পরিক্ষার্থীদের নকল সহযোগীতা করায় শিক্ষক সহ আটক ৯

এস.এস.সি পরিক্ষার্থীদের নকল সহযোগীতা করায় শিক্ষক সহ আটক ৯

Sirajdikhan ps FOOTEG 13.2.15 001

রুবেল ইসলাম, সময় সংবাদ বিডি-

মুন্সীগঞ্জঃ সিরাজদিখানে এস.এস.সি পরিক্ষার্থীদের নকল সহযোগীতা করায় ৮ শিক্ষকসহ ৯ জনকে জেল হাজতে প্রেরণ করেছে সিরাজদিখান থানা পুলিশ।

শনিবার বেলা সারে ১১টার দিকে তাদের  জেল হাজতে প্রেরণ করা হয়।

শুক্রবার সকাল ১০ টায় সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন পূর্ব রাজদিয়া গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে ৮ শিক্ষক ও ১ জন সহযোগীসহ  মোট ৯ জনকে পুলিশ সহ আটক করেছে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট । আটক কৃতরা এস.এস.সি পরিক্ষার্থীদের ইংরেজী ১ম পত্রের উত্তর পত্র সহজ করতে প্রশ্ন পত্র নিয়ে ঐ বাড়িতে বসে কাজ করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের প্রশ্ন ও উত্তর পত্র সহ আটক করতে সক্ষম হয়। রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ব্যাপারে বাদি হয়ে সিরাজদিখান থানায় মামলা করেছে। মামলা নং ১৩(২)১৫।

আটক কৃতরা হলো, রাজদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ গোলাম মাওলা (৫৬), রসুনীয়া উচ্চ বিদ্যালয়ের চিত্ত রঞ্জন বর্মণ (৪০), রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের খন্ড কালীন শিক্ষক মোঃ সাইজুদ্দিন (২২), সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নাছির উদ্দিন (২৬), রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শীতল চন্দ্র দাস (২৯), সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোক্তার হোসেন (২৮), খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিদার হোসেন (৩৭), খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান (২৫) ও  ঢাকা কলেজের ৪র্থ বর্ষের ইংরেজি অনার্স ছাত্র মোঃ রমজান হোসেন (২৬)।

সিরাজদিখান থানার অফিসার ইন-চার্জ মোঃ ইয়ারদৌস হাসান জানান, এস.এস.সি ইংরেজী ১ম পত্রের পরিক্ষা চলাকালীন তারা শিক্ষার্থীদের উত্তর পত্র সহজ করতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ  ৯ জনকে প্রশ্ন পত্র ও উত্তর পত্র সহ  হাতে নাতে আটক করে। এ সময় জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তারা প্রথম থেকেই এ কাজ করে আসছিল বলে জানা যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img