স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ২০ দলীয় জোটের হরতাল প্রত্যাহার না করায় বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই দিনের পরীক্ষার তারিখ পরে জানানো হবে। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতির কারণে ১২ তারিখের পরীক্ষা স্থগিত করতে আমরা বাধ্য হয়েছি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, অন্তত পরীক্ষার আগে-পরে দুই ঘণ্টা করে সুযোগ দেয়ার জন্য আমরা অনুরোধ জানিয়েছিলাম। আমাদের প্রত্যাশা ছিল এই অনুরোধে সাড়া দেবে বিরোধী জোট। এ জন্য আমরা ২৪ ঘণ্টা অপেক্ষা করেছি। কিন্তু তারা আমাদের আবেদনে সাড়া দেননি। এজন্য পরীক্ষা স্থগিত করেছি।
মন্ত্রী বলেন, শুধু পরীক্ষার আগে-পিছে দুই ঘণ্টা হরতাল বাদ দিক। আশা করি আগামীকালের মধ্যে তারা পরীক্ষার সময় হরতাল না করার ঘোষণা দেবেন। দয়া করে পরীক্ষার সময়টুকু ছাত্রছাত্রীদের দিন।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল আরও ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে বৃহস্পতিবার ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খিস্টধর্ম এবং নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। এ ছাড়া দাখিলে ফিকাহ ও উসুলুল ফিকাহ এবং কারিগরিতে পদার্থবিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
অবরোধের মধ্যে হরতালের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দুটি পরীক্ষা পেছানোর পর পরীক্ষার মধ্যে আবারও হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। হরতালের কারণে ২ ও ৪ ফেব্রুয়ারির পরীক্ষা ৬ ও ৭ ফেব্রুয়ারি নেওয়া হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৭০ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।