স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ সেলফির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। তবে এবার সেলফিতে যোগ হলো নতুন মাত্রা। এবার আপনি আপনার থ্রিডি সেলফি তুলতে পারবেন।
নিউ ইয়র্কে ৫৪ টি ডিএসএলআর, ৫৪ টি লেন্স, ৩ ডি মডেল, একটা ৩ ডি প্রিন্টার আর একটা ঘরের আকারের বড় স্ক্যানিং বুথ মিলিয়ে তৈরি করা হচ্ছে এই বিশেষ ক্যামেরা। এই বুথে ঢুকে আপনি পোজ দেবেন, আর সবকটি ক্যামেরা পুরো শরীর মেপে নেবে। এই ক্যামেরাগুলি তৈরি করবে থ্রি ডি মডেল। সেটি প্রিন্ট করা হয়ে থ্রিডি প্রিন্টারে।
সবথেকে ছোট আকারের থ্রিডি ছবি বানাতে সময় লাগবে কয়েক ঘণ্টা। একটা প্রমাণ সাইজের থ্রিডি ছবি বানাতে খরচ হবে প্রায় ৪৬ লাখ। ঠিক যেমন মাদাম তুসোতে গেলে সেলেব্রেটিদের মোমের মূর্তি দেখা যায়। অনেকটা তেমনই দেখাবে আপনার ওই ছবি।