স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ: দেশের বৃহৎ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক ২০১৫ ঘোষিত হয়েছে। এ বছর ১৫ জন সম্মানিত ব্যক্তি একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন। রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মনোনীত ব্যক্তিদের নাম প্রকাশ করে।
পদকের জন্য মনোনীত ব্যক্তি ও তাদের কৃতিত্বের বিষয়:
ভাষা আন্দোলনে মরহুম পিয়ারু সরদার। মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস। ভাষা ও সাহিত্যে দ্বিজেন শর্মা, মুহম্মদ নূরুল হুদা। শিল্পকলায় মরহুম আব্দুর রহমান বয়াতি, এস এ আবুল হায়াত ও এটিএম শামসুজ্জামান।
শিক্ষায় অধ্যাপক ডা. এম এ মান্নান ও সনৎ কুমার সাহা। গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া। সাংবাদিকতায় কামাল লোহানী। গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর। সমাজসেবায় ঝর্না ধারা চৌধুরী, সত্যপ্রিয় মহাথের ও অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।
আগামী ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত ব্যক্তিদের হাতে এ সম্মাননা পদক তুলে দেবেন।