স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর একদল শিক্ষার্থী সম্প্রতি একক পানির পাম্প দিয়ে একাধিক পানির ট্যাঙ্ক ভর্তি করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন।
এই সিস্টেমটিতে স্বতন্ত্র বিলিং ব্যবস্থাও যুক্ত আছে । ফলে একটি বহুতল ভবনের সব তলার বাসিন্দাদের জন্য একটি মাত্র মোটর পাম্প দিয়ে তাঁদের ছাদে আলাদা আলাদা পানির ট্যাঙ্ক ভর্তি করা সম্ভব।
এ প্রসঙ্গে এ প্রজেক্টের প্রধান তত্ত্বাবধায়ক ও ইউআইটিএস-এর শিক্ষক রুহুল আমিন রাসেল জানান, সিস্টেমটিতে ম্যাগনেটিক কন্টাক্টর ও সলিনয়েড ভাল্ব ব্যবহার করা হয়েছে।
যার ফলে পাম্পটি যখন যে গ্রাহকের পানি সরবরাহ বা পানির ট্যাঙ্ক ভর্তি করবে তখন স্বয়ংক্রিয়ভাবে সেই গ্রাহকের বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করবে।
সিস্টেমটিতে পানির পরিমাণ নির্ধারণ করার জন্য অত্যাধুনিক ওয়াটার সেন্সর এবং ফ্লোটলেস রিলে ব্যবহার করা হয়েছে। এর ফলে ট্যাঙ্কটিতে পানির পরিমাণ একটি নির্দিষ্ট লেভেলের নিচে বা ওপরে পৌঁছলেই স্বয়ংক্রিয় ভাবে যথাক্রমে পাম্পটি চালু ও বন্ধ হয়ে যাবে।
ইউআইটিএস ক্যাম্পাসে সম্প্রতি ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘প্রজেক্ট ঊপস্থাপন এবং প্রদর্শনী’ অনুষ্ঠানে ওই বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম, আমরান হোসেন, হোসেন মোহাম্মদ এমরান এবং বি. এম. ভাস্কর এ প্রজেক্টটি ঊপস্থাপন করেন।
তাঁরা বলেন, এই সিস্টেমটি বহুমাত্রিক কলকারখানাতেও ব্যবহার করার উপযোগী। এ প্রজেক্ট ছাড়াও ওই অনুষ্ঠানে মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে কম খরচে বিদ্যুৎ উৎপাদন এবং ইলেক্ট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন লাইনে ও ট্রান্সফরমারের মাল্টিপল ফল্ট ডিটেকশনসহ আরও বেশ কয়েকটি প্রজেক্ট প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মিজানুর রহমান, বিভাগের ছাত্র উপদেষ্টা মোহম্মদ একরামুল কবির, কোর্স কো-অর্ডিনেটর তন্ময় দাস, ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।