রোকনুজ্জামান মানু, সময় সংবাদ বিডি-
কুড়িগ্রামঃ উলিপুরে দাখিল পরীক্ষায় উলিপুর সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে একই প্রতিষ্ঠানের ২জন ছাত্রীকে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার ইংরেজি ২য় পত্রের পরীক্ষার সময় তাদের বহিস্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন উপজেলার নাওড়া নাছিরিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী আদরী খাতুন, রোল-১৭৫৯৮৩, অপরজন উম্মে হাবিবা, রোল-১৭৫৯৮৫।
কেন্দ্র সচিব মাওঃ আজিজুর রহমান বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।