বাড়িপ্রধান খবরউলিপুরে এক শিক্ষক ও ভুয়া পরীক্ষার্থীর কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত

উলিপুরে এক শিক্ষক ও ভুয়া পরীক্ষার্থীর কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত

kurigram

রোকনুজ্জামান মানু, সময় সংবাদ বিডি-

কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এক শিক্ষকের দুই মাস ও ভুয়া পরীক্ষার্থীর এক বছর কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, গত শুক্রবার এসএসসি আরবী ১ম পত্র পরীক্ষায় বজরা মাদ্রাসার  সিনিয়র  সহকারী শিক্ষক জিল্লুর রহমান কক্ষ পরিদর্শক হিসাবে দায়িত্বপালন কালে কক্ষে মোবাইল ব্যবহার করার সময় উপজেলা নির্বাহী অফিসার ডঃ মোঃ মুনসুর আলম খান এর দৃষ্টিগোচর হয়। ভ্রাম্যমান  আদালত বসিয়ে উক্ত শিক্ষককে বিনাশ্রমে দু’মাসের কারাদন্ড প্রদান করেন।

অপরদিকে আজ শনিবার আরবী ২য় পত্র পরীক্ষায় রাজবল্লভ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র শফিকুল ইসলাম পিতা মৃত কামাল উদ্দিন যার রোল ১৭৬০৭০, রেজিঃ নং- ১২১৮৮৪০০২৯ এর পরিবর্তে সাহিদুর রহমান সাবু পিতা- জমির উদ্দিন তিনি বদলী পরীক্ষা দিচ্ছেলেন। এ সময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঐ পরীক্ষা কেন্দ্রে ভুয়া পরীক্ষার্থী প্রমাণিত হলে তাকে এক বছর কারাদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ মনসুর আলম খান কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img