রোকনুজ্জামান মানু,সময় সংবাদ বিডি-
কুড়িগ্রামঃ ২০ দলীয় জোটের ডাকা বিরামহীন অবরোধ, হরতালে পরিবার পরিজন নিয়ে অনাহারে, অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন কুড়িগ্রাম উলিপুরের সহস্রাধিক পরিবহন শ্রমিক।
বাস, মিনিবাস, ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান সহ বিভিন্ন যানবাহনে কাজ করে খাওয়া শ্রমিকেরা পরিবহণ বন্ধ থাকায় এখন অলস সময় কাটাচ্ছে।
স্ত্রী-সন্তানদের মুখে দু’বেলা খাবার জোটানোর ক্ষমতা এখন তাদের নেই। খাবার যোগান করতে চরম দূচিন্তায় তারা। অবরোধ, হরতাল কবে শেষ হবে এর কোন নির্দিষ্ট সময়সীমাও নেই।
উপজেলা বাস, মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (সাজু) জানান, তার সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী পরিবহণে কাজ করে। এলাকার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ শতাধিক শ্রমিকের মধ্যে ২’শ ১৩জন শ্রমিককে ৫ কেজি করে চাল দেয়া হয়েছে। যা প্রয়োজনের তুলনায় নগন্য।
মটর মালিক সমিতি তাদেরকে সহায়তা করছেন কিনা এর জবাবে শ্রমিক নেতা বলেন, আমরা শ্রমিক, কাজ করলে পয়সা পাই । কাজ করা ছাড়া আমাদের সাহায্য করার মানসিকতা অনেকেরও নেই।
শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি আব্দুল খালেক সময় সংবাদ বিডিকে জানান, প্রায় ৩ শতাধিক ড্রাইভার, হেলপার, শ্রমিক এসব গাড়ী চালিয়ে জীবন নির্বাহ করে থাকে। হরতার, অবরোধের কারণে, শ্রমিকদের বর্তমানে কোন কাজ নেই।
তিনি বলেন, শ্রমিকেরা প্রতিদিন কাজ করে সন্ধ্যায় বাজার নিয়ে স্ত্রী, সন্তানদের খাবার দেন। এক দিন কাজ না থাকলে অনেক শ্রমিক পরিবারকে উপোষ কাটতে হয়।
তিনি অনেকের নিকট সাহায্যের আবেদন করেছেন কিন্তু কোন সাড়া মেলেনি। অনেকে ধার, দেনা নিয়ে কোন ভাবে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছেন বলে ঐ শ্রমিক নেতা জানান।